আমাদের জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা সবাই বাংলাদেশি, এক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নানামত, নানা ধর্ম ও রীতিনীতি থাকলেও আমরা এক পরিবারের সদস্য। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই।”

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, “সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ শুনে আমি মনঃকষ্টে পড়ি। সবার সমান অধিকার সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

ড. ইউনূস দুর্গাপূজায় সরকারের নিরাপত্তা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “এটি পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তখন মনে হয়েছে, কিছুটা হলেও কাজ করেছি।”

ভুল তথ্য প্রচার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বর্তমানে অনেক ক্ষেত্রে তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে। প্রকৃত সত্য জানতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, তথ্যের ওপর ভরসা রাখা যায়। সরকারের কর্তা যা চায়, সেইভাবে তথ্য দেয়। প্রকৃত তথ্য সংগ্রহের জন্য সঠিক প্রক্রিয়া গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সমাধান করা প্রয়োজন। দোষী যেই হোক, তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।”

নতুন বাংলাদেশের স্বপ্ন
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই,