নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটি গঠনকল্পে সাংগঠনিক টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ড. মোহাম্মদ সলিম উল্যাহ।

তিনি বলেন, বিএনপিকে পাহারা দেওয়ার জন্য ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যখন কোন সমস্যার সম্মুখীন হতে তখন আলেম ওলামাদের ডেকে পরামর্শ নিতেন।

ইসলামের বিরুদ্ধে কেউ যাতে ষড়যন্ত্র করতে পারে সেজন্য ওলামা দলকে কাজে লাগাতেন শহীদ জিয়া। সেই মহান ব্রত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

জেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায়
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা গাজী মোঃ আবু বকর শিবলী, মাওলানা মোঃ মীর কাসেম ও মাওলানা মোঃ শরীফ উল্লাহ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাজ করছে ওলামা দল। সে লক্ষে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আলী হাসান চৌধুরী বলেন, বিএনপি’র অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সুন্দর একটি দেশ গঠন করার লক্ষে আমরা কাজ করছি।

মাতামুহুরী সাংগঠনিক থানা ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা আবু তৈয়ব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেকুয়ার রিদওয়ানুল হক জুনুন, সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী,  উখিয়ার হাফেজ জাহের শাহ, কক্সবাজার সদরের কাজী মনজুর আলম, চকরিয়া পৌরসভার জয়নাল আবেদীন, গাজী আব্দুল মালেক জিহাদী, মাওলানা আইয়ুব ও মাওলানা আনিসুর রহমান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মোঃ মীর কাসেম।