সিবিএন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় ঐক্য। বৈঠকের পর আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, দলগুলো একমত হয়েছে যে মতপার্থক্য এবং আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, “সবার উপরে দেশ। এই নীতিতে আমরা কখনও পিছু হটবো না।”
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এমন তথ্য জানান।
বৈঠকে ভারতের বাংলাদেশবিরোধী পদক্ষেপ যেমন বাংলাদেশের হাইকমিশনে হামলা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অপপ্রচারের বিরুদ্ধে বর্তমান সরকারের “আত্মমর্যাদাশীল ও সাহসী ভূমিকা” প্রশংসিত হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব ইস্যুতে সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করেছে এবং আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, দলগুলো পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, প্রবাসী বাংলাদেশি এবং বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা নিয়ে অপপ্রচারের মোকাবেলায় কাজ করার। একইসঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের মর্যাদাশীল আচরণ এবং ক্ষতিকর চুক্তি, বিশেষত রামপাল প্রকল্পের মতো বিষয়গুলো বাতিলের দাবিও বৈঠকে উত্থাপিত হয়েছে।
বৈঠকে আলোচনা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ভারতের অপপ্রচারের মোকাবেলায় সব সম্প্রদায়ের একতাবদ্ধ ভূমিকা নিয়ে। উপস্থিতরা বলেন, “আমাদের শক্তিহীন বা নতজানু ভাবার কোনো সুযোগ নেই।” ভবিষ্যতে যেকোনো উসকানি বা অপপ্রচারের মোকাবেলায় জাতিকে আরও ঐক্যবদ্ধ ও সাহসী হতে হবে।
বৈঠকের আলোচনায় ভারতের অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য একটি সমাবেশ বা কাউন্সিল আয়োজনের প্রস্তাবও এসেছে বলে জানান ড. আসিফ নজরুল।
