সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণের ১২ অনুসারীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ারের আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, বিশাল দাস, সনু দাস মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস, জয় নাথ, অজয় সূত্রধর চৌধুরী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানিয়েছেন, পুলিশ কোতোয়ালী থানার একটি মামলায় আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারিকে আটক করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এরপর চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভ শুরু করেন, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিপেটা করে এবং
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।