নিজস্ব প্রতিবেদক;
কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. ফাতিন মুসতাহসিন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে লেফটেন্যান্ট কমিশন লাভ করেছেন। তিনি ৮৭তম বিএমএ লং কোর্সে তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে ৩ ডিসেম্বর ২০২৪ কমিশনড অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত হন। তিনি ৪০ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বিআইআর), পদাতিক কোরে মনোনীত হয়ে বগুড়া ক্যান্টনমেন্টে যোগ দিতে যাচ্ছেন।
লেফটেন্যান্ট ফাতিন ২০১৯ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ছাত্রজীবনে তিনি গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, ভাষা ও সাহিত্য, খেলাধুলা এবং স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রাখেন।
কক্সবাজার শহরে বেড়ে ওঠা ফাতিনের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। তার পিতা মো. আবু তৈয়ব কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং মাতা বিলকিস সুলতানা গৃহিণী। পুত্রের অর্জনে গর্বিত বাবা-মা তার আরও সাফল্য ও উচ্চ মর্যাদার জন্য সবার দোয়া কামনা করেছেন।
ফাতিনের বড় ভাই মোহাম্মদ ফাহিম মুসতাহসিন নৌ-স্থাপত্য ও অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেছেন।
লেফটেন্যান্ট ফাতিন বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ ছাড়াও সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বেসিক প্যারা কোর্স (বিপিসি) সম্পন্ন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।