মো. কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁও;
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক সভা শেষে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর তার ও অবৈধ বালিবাহী ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (২ ডিসেম্বর) সকালে “মানুষ-হাতি সংঘাত: করণীয়” শীর্ষক জনসচেতনতামূলক সভা ফুলছড়ি রেঞ্জের সদর বিটের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। সভা শেষে অভিযান চালিয়ে সদর বিট এলাকা থেকে অবৈধ জিআর তার এবং নাপিতখালী বিটের শাহ ফকির বাজার এলাকা থেকে বালিবাহী একটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়।
ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রাশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যপ্রাণী, বনজসম্পদ এবং বনভূমি রক্ষায় বন বিভাগ সবসময় সজাগ রয়েছে। বন্য হাতি ও মানুষ সংঘাত নিরসন, হাতির নিরাপদ আবাসস্থল সুরক্ষা এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় বন্যপ্রাণী সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল, জীবন ও ফসলের সুরক্ষা এবং বনভূমি রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এসিএফ মো. রাশিক বলেন, হাতি লোকালয়ে চলে এলে বন বিভাগকে অবহিত করার অনুরোধ জানান। হাতি যেন আক্রমণের শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, বন বিভাগের “সুফল প্রকল্প” এর আওতায় দেশীয় জাতের বৃক্ষ রোপণ করা হচ্ছে যাতে হাতির খাদ্যের অভাব না হয়। বর্তমানে বন্য হাতির আচরণ পরিবর্তন হচ্ছে, অনেক সময় দলছুট হয়ে চলাচল করছে, যা মানুষ-হাতি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
সভা শেষে পরিচালিত অভিযানে সদর ও নাপিতখালী বিট থেকে জব্দকৃত সামগ্রীগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসিএফ মো. রাশিক আরও জানান, বন্যপ্রাণী ও বনজসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে এবং জনগণের সঠিক তথ্য ও সহযোগিতা কামনা করা হচ্ছে।