সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে “তামাক চাষ নয়, খাদ্য ফলান” স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যা ৭টায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ মাঠে ১০০ জন কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাখাওয়াত হোসেন আদনান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কক্সবাজার জজ কোর্টের আইনজীবী এডভোকেট ফাহাদ বিন ফিরোজ সোহান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের এমইউপি আকতার আহমদ, সাবেক এমইউপি নুরুচ্ছালাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন এনি, সদস্য শওকত, নায়েম, নিঝুম সহ আরও অনেক অতিথি।

প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন আদনান তার বক্তব্যে বলেন, একটি গবেষণায় দেখা গেছে, তামাক চাষের কারণে বাংলাদেশে ১৬১,০০০ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি তামাক চাষ পরিহার করে সবুজ শাকসবজি ফলানোর আহ্বান জানান এবং জানান যে, তামাক চাষ মাটির উর্বরতা কমিয়ে দেয়।