সংবাদ বিজ্ঞপ্তি:
“লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচি”-এর অংশ হিসেবে DFAT-AHP অর্থায়িত সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (সিপিপিসি) প্রকল্পের অধীনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি’র যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর (সোমবার) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ক্যাম্প-২১ ও ক্যাম্প-২৪ এ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো, “নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হোন”। এটি বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতাকে চ্যালেঞ্জ করার জন্য একটি আন্তর্জাতিক প্রচারাভিযান, যা প্রতি বছর ২৫ই নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিবস উৎযাপনের মধ্য দিয়ে পরিচালিত হয়।
দুইটি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে সর্বমোট ৩১০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। এতে ক্যাম্প ২১ এ, প্রধান অতিথি হিসেবে জনাব, সাইদুজ্জামান চৌধুরী, ক্যাম্প ইনচার্জ ক্যাম্প-২১ ও ২২ এবং বিশেষ অতিথি হিসাবে জনাব,শফিকুল বারী, সহকারী ক্যাম্প ইনচার্জ ক্যাম্প-২১ ও ২২ উপস্থিত ছিলেন। ক্যাম্প ২৪ এ প্রধান অতিথি হিসেবে জনাব, খোরশেদ আলম চৌধুরী, ক্যাম্প ইনচার্জ ক্যাম্প-২৪, এবং বিশেষ অতিথি হিসেবে জনাব, মারছেনো, ওয়াস ফোকাল ক্যাম্প-২৪, আইওএম উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা এফআইভিডিবি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্টাফদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, ক্যাম্প ইনচার্জ অফিসের কর্মকর্তা-কর্মচারী, সংশিষ্ট ক্যাম্পের সাইড ম্যানেজমেন্ট টীমের স্টাফবৃন্দ, এবং বিভিন্ন সংস্থার শিক্ষা কর্মসূচীর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল “সচেতনতা র্যালি, কালার ফাইনডিং গেম, হ্যান্ড প্রিন্ট ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে গল্প বলা।” সকল ইভেন্টের অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ১ম, ২য়, ও ৩য় স্থানে বিজয়ীদেরকে প্রধান অতিথির হাত থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব, সাইদুজ্জামান চৌধুরী, সম্মানিত ক্যাম্প ইনচার্জ ক্যাম্প-২১ ও ২২ বলেন, “আমাদের সমাজে নারীরা নানা ভাবে সহিংসতা এবং বৈষ্যমের শিকার হয়ে থাকে। এসব সহিংসতা এবং বৈষম্যের প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির জন্য বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা দিবস পালন করা হয়। সবাই নিজ নিজ পরিবার থেকে কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহব্বান জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারগুলোতে ছেলে মেয়ে উভয়ের সমান অংশগ্রহণে নিশ্চিত করতে হবে, পাশাপাশি সকলকে কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় বাল্যবিবাহ বন্ধে কঠোর হতে হবে।”
ক্যাম্প ২৪ এ, প্রধান অতিথির বক্তব্যে জনাব, খোরশেদ আলম চৌধুরী, সম্মানিত ক্যাম্প ইনচার্জ ক্যাম্প-২৪ বলেন, “আমাদের প্রত্যেককে একসাথে ব্যক্তির নিরাপত্তা, মর্যাদা এবং সমতা রক্ষার্থে কাজ করতে হবে। আমাদের বাড়িতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, কমিউনিটি পর্যায়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধ করতে এই 16 ডেইজ অ্যাক্টিভিজম এর বার্তাগুলো সকলের নিকট পৌঁছাতে হবে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা ২০২৪ উদযাপনের এই আয়োজনকে একটি কার্যকর ও সৃজনশীল উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।