প্রেস বিজ্ঞপ্তি:
দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে মঙ্গলবার (২৬ নভেম্বর) কক্সবাজার বাইপাস সড়কে পালস্ কনফারেন্স হলে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে কক্সবাজারে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগকালীন ব্যবসায়—বাণিজ্য সচল রাখতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাঁদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের চল্লিশজন সদস্য অংশগ্রহন করছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এপিডিসি এর সহযোগিতায় “বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ” (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী “ডিসাসটার প্রিপেয়ার্ডনেস বিজনেজ কন্টিনিউটি এবং মাল্টি হেজার্ড ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোবধন করেন এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোঃ শাহিদউল্লাহ।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও সেফটি সেল আহবায়ক আবিদ আহসান সাগর, চেম্বার পরিচালক ও সেফটি সেল এর সদস্য সচিব আজমল হুদা।

উদ্বোধনী বক্তব্যে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন “দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবসায়ীগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। যে কোন দুর্যোগে ব্যবসা—বাণিজ্য সচল রাখতে এরকম উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন দুর্যোগ কালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, ধরনের প্রশিক্ষণের আওতায় সাংবাদিকদের আনা প্রয়োজন।

এসময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোঃ শাহিদউল্লাহ “বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ” (বিপিপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া প্রশিক্ষণ আয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সেইফটি সেল সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, এডিপিসি এর প্রতিনিধি জনাব আনিসুর রহমান, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মঞ্জুর কাদের খান এবং প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।