নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে “দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন এবং অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক প্রশিক্ষণ” বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে শহরের একটি হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের ন্যাশনাল এলায়েন্স অব হিউম্যানিটেরিয়ান এক্টরস বাংলাদেশ (নহাব) এর আয়োজনে কর্মশালায় প্রতিবন্ধীতা, প্রতিবন্ধী ব্যক্তি ও ধরণ সম্পর্কে ধারণা, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ঝুঁকি ও বিপদাপন্নতা ইত্যাদি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয়।

বিল এন্ড মিলিন্ডা গেইটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে।

এই কার্যক্রমের সামগ্রিক সমন্বয় প্রক্রিয়াটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ের সমন্বয়ে নাহাবের সহযোগী সংগঠন ইপসা সার্বিক সহায়তা প্রদান করেন।

নহাবের সাথে যৌথভাবে প্রশিক্ষণটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেন্টার ফর ডিজএ্যবেলিটি ইন্ ডেভেলপম্যান্ট (সিডিডি)।

প্রশিক্ষণে জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও প্রতিনিধি, সিপিপি ভলান্টিয়ার, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।