ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মুক্তিযোদ্ধা কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা সুযোগ পাবেন। এবার থেকে নাতি-নাতনিরা এই কোটায় আবেদন করতে পারবেন না, এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা ভর্তির সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এই কোটায় বিবেচিত হবেন না।
এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাছাড়া, ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা ২৫ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।