সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামপুরের মধ্য নাপিতখালী আল কোরআন আদর্শ নূরানী মাদরাসার বিদায় সংবর্ধনা, খতমে কুরআন ও দোয়া মহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে খতমে কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর নাগাদ শেষ হয়। পঞ্চম শ্রেণীর ৮ জন ছাত্র ছাত্রীকে বিদায় সংবর্ধনা ও তাদের জন্য দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আহমদ ছৈয়দের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোছাইন।

বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি ইসলামিয়া আর্দশ দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা বজল আহমদ, ব্যবসায়ী আবু আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাস্টার আবু তাহের, মাস্টার আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আনোয়ারুল আজম খোকন, সহসাধারণ সম্পাদক ওসমান সরওয়ার, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন শিমুল, ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রমজান আলী, অভিভাবক সদস্য ছৈয়দ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সহসভাপতি ইউসুফ জালাল, প্রধান শিক্ষক হাফেজ সাইদ আনছার প্রমুখ।

এ সময় অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।