কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বোরহান উদ্দিন (২১) এবং ফয়সাল (২৭) চিকিৎসাধীন রয়েছেন। ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ওইদিন বিকেলে একটি সভার আয়োজন করা হয়। শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এ সভায় অংশগ্রহণ করে। তবে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ধরনের সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান বাধাগ্রস্ত করে। সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
