সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলা‌দে‌শের সর্বপ্রথমর্বপ্রথম ও সর্ববৃহৎ ব‌্যাচ‌ভি‌ত্তিক জেলা সংগঠন এসএস‌সি ৯৯ কক্সবাজার জেলার আয়োজন এসএস‌সি ৯৯ ব‌্যাচ ক্রিকেট টুর্ণা‌মেন্ট সিজন-৩ এর উদ্বোধন ঘোষনা ক‌রেন অত্র ব‌্যা‌চের সভাপ‌তি মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং খেলা প‌রিচালনা প‌রিষ‌দের আহ্বায়ক মোহাম্মদ শাহ‌রিয়ার বিন না‌ছির রিয়াদ।

র‌য়েল কিংস ৯৯ বনাম বেঙ্গল ৯৯ মধ্যেকার উদ্বোধনী ম‌্যা‌চে টস জি‌তে র‌য়েল কিংস ৯৯ বেঙ্গলকে বেট কর‌তে পাঠায় আর নির্ধা‌রিত ১৫ ওভা‌রে বিনা উইকে‌টে ২৩০ রান সংগ্রহ ক‌রে। ক‌্যাচ ড্রপের মহড়ায় এডঃ আরিফ ৫০ ও হেলাল ১৫২ রান সংগ্রহ ক‌রে। জবা‌বে র‌য়েল কিংস ৯৯ তা‌দের নির্ধা‌রিত ১৫ ওভা‌রে ২ উইকে‌টে ২১৭ সংগ্রহ কর‌লে হাড্ডাহা‌ড্ডি লড়াই এ ১৭ রা‌নের জয় তু‌লে নেয় বেঙ্গল ৯৯। হেলাল ১৫৬ রান করায় প্লেয়ার অফ দ‌্যা ম‌্যাচ নির্বা‌চিত হয়।

অপর খেলায় লি‌জেন্ড ফাইটার্স ৯৯ চক‌রিয়া, আইল‌্যান্ড ওয়া‌রিয়র্স ৯৯ ম‌হেশখালী বিপ‌ক্ষে ৬৪ রা‌নের সহজ জয় তু‌লে নেয়।

টস জি‌তে লি‌জেন্ড ফাইটার্স ৯৯ চক‌রিয়া ১৫ ওভা‌রে ৪ উইকে‌টে ১৯২ রান ক‌রে। কানন ৬০ ও রা‌সেল ৩৪ রান ক‌রে।

১৯২ রা‌নের জবা‌বে আইল‌্যান্ড ওয়া‌রিয়র্স ৯৯ ম‌হেশখালী ১২৪ রান সংগ্রহ ক‌রে। না‌ছির স‌বোচ্চ ২৬ ও তা‌রেক ২৩ রান সংগ্রহ ক‌রে। কানন ৬০ রান ও ১ উইকেট সংগ্রহ করায় প্লেয়ার অফ দ‌্যা ম‌্যাচ নির্বা‌চিত হয়।