নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের হ্নীলা ৯ নং ওয়ার্ডের জাদিমুরা এলাকায় আজিমুল ফারুক (২৪) নামক এক রোহিঙ্গা আত্মগোপনে থেকে দুইজন রোহিঙ্গার বিরুদ্ধে সাজানো অপহরণ মামলা করার অভিযোগ উঠেছে।
গত ২৮ অক্টোবর টেকনাফ থানায় মামলাটি করেন জফর হোসাইন প্রকাশ জফরু (৬২) নামক অপর রোহিঙ্গা। যার মামলা নং ৭৫/৫৯৭। এই মামলায় এজাহারনামীয় আসামি রাখা হয়েছে দুইজনকে। তারা হলেন, বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক ই/২ এর জাফর আলমের ছেলে ইদ্রিস (২৭) ও টেকনাফ নিচের বাজারের বাসিন্দা আবুল হাশেম (২৫)। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো কয়েকজন।
মামলার বাদী ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জাদিমুরার মৃত ফোরকান শরীফের ছেলে। কথিত ভিকটিম আজিমুল ফারুক একই ক্যাম্পের জফর হোসাইন প্রকাশ জাফরু এর ছেলে।
স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছে, আজিমুল ফারুককে কেউ অপহরণ করেনি। নিরীহ লোকজনকে ফাঁসাতে ষড়যন্ত্র করেছে।
কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বললে জানায়, গত ১৮ অক্টোবর আজিমুল ফারুককে অপহরণ করা হয়েছে বললেও পরের দিন ক্যাম্পেই তাকে বিচরণ করতে দেখেছে সবাই।
মূলত: প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসাতে আত্মগোপনে থেকে “অপহরণ” নাটক করেছেন। সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা।
