সেলিম উদ্দীন, ঈদগাঁও
সারা দেশের মত কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় সমবায় দিবস -২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঈদগাঁও বাজারের ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে হাইস্কুল হলরুমে এসে শেষ হয়।
শনিবার ( ২ নভেম্বর) সকাল ১১ টায় ইদগাহ হাইস্কুল হলরুমের সম্মুখে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসার মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।