সরওয়ার কামাল, মহেশখালী;

মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ ৩০ই অক্টোবর বিকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকার মো. মোতালেবের পুত্র রহমত আলী প্রকাশ কালু (৪৪)কে গ্রেফতার করেছে ।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী (পিপিএম) নিয়মিত একেকজন, দাগি সন্ত্রাসী ও সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মহেশখালীতে চিহ্নিত সন্ত্রাসী সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অস্ত্রধারীদের কে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।