এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির আওতায় স্বল্পমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া থানা সেন্টারস্থ চিরিংগা ভূমি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজার উদ্বোধন করেন।
বাজারের মধ্যে স্বল্পমূল্যে যে-সব নিত্যপণ্য তরিতরকারি পাওয়া যাবে সেগুলো হচ্ছে, বরবটি ৪৫ টাকা, মুলা ২০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কাঁকরোল ৮৫ টাকা, ডিম ডজন ১৪২ টাকা, শিম ৪০ টাকা, পটল ৪৫ টাকা, পেঁয়াজ ১০৮ টাকা ও রসুন ২১২টাকা।
স্বল্পমূল্যের বাজার উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে ইউএনও মো: ফখরুল ইসলাম বলেন, গ্রামীণ জনপদের প্রান্তিক চাষিদের কাছ থেকে ক্ষেতের উত্তোলিত বিভিন্ন তরিতরকারি ও শাক-সবজি স্বল্পমূল্যে নিত্যপণ্য ক্রয় করে সাধারণ মানুষ উপকৃত হয় সেই লক্ষ্যে ন্যায্যমূল্যে বাজারের আয়োজন করা হয়। এখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্যমূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে পণ্য ক্রয় করতে পারবেন। উপজেলা প্রশাসনের এ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো জানান, নিত্যপণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের প্রান্তিক কৃষকের বাজার এই কার্যক্রম উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বাজার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. এসএম নাসিম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. আবুল মনসুর, মাতামুহুরী সংগঠন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ ও উপজেলা এবং পৌরসভার কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
