ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার ইসলামপুরের মাওলানা মনজুর আলমকে ৫ বছর সাজা দিয়েছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) জি.আর ১২৪/১৮ (সদর) নং মামলার রায়ের ধার্য তারিখে এই আদেশ প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
মাওলানা মনজুর আলম ইসলামপুরের ২ নং ওয়ার্ডের মৃত আনু মিয়ার ছেলে।
তার পক্ষে মামলা পরিচালনা করেন তার পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর,
এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু ও এডভোকেট অনিক ইসলাম আকিব।
বাদী পক্ষে ছিলেন এডভোকেট এস এম জসিমউদদীন ও এডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু।
এর আগে মনজুর আলমের বিরুদ্ধে সায়েরা খানম নামক মহিলা ৩২৬/৩০৭/৩২৩/৫০৬(২) ধারায় মামলা করেন।
যার কক্সবাজার থানার এফ আই আর নং-৪১, তারিখ ২০/২/২০১৮, জি.আর নং-১২৪/১৮ (সদর)।
এই মামলায় আসামি দীর্ঘ প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন।
