আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে পলাতক ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সাব্বির আহমেদ (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃত সাব্বির আহমেদ টেকনাফ বড়ইতলির মৃত হাজি হাবিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদে খবর আসে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহমেদ নামে এক ব্যক্তি বরইতলিতে অবস্থান করছে।এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

তিনি আরো বলেন,আটক কৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।