ইমাম খাইর, সিবিএন:
মিথ্যা সাক্ষ্য দেওয়ায় এহসান উল্লাহ (৩২) নামক আসামির ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সি.আর মামলা নং-১২৪২/২০২৩ (সদর) শুনানি শেষে বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এই রায় প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মহেশখালী মগডেইলের বাসিন্দা আলী আক্কাস এর ছেলে। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।

এর আগে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীর সাক্ষ্য গ্রহণকালে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন আসামি এহসান উল্লাহ। আদালত স্বয়ং বাদী হয়ে মামলাটি করেছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-১ এর বেঞ্চ সহকারী মোহাম্মদ শফি।

সামগ্রিক পর্যালোচনায় আদালত জানিয়েছেন, আসামি এহসান উল্লাহ মাননীয় অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালত, কক্সবাজার এ বিচারাধীন দায়রা ৮৭৬/২১ নং মামলায় নিহত ভিকটিমের সুরতহাল প্রতিবেদনের একজন সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদানকালে যে বক্তব্য দিয়েছে তা তদন্তকারী কর্মকর্তার রেকর্ডকৃত তার নামীয় জবানবন্দিকে সমর্থন করে না এবং তিনি সত্য গোপন করে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন। যা পেনাল কোড, ১৮৬০ ১৯৩ ধারার অপরাধকে আকৃষ্ট করে।

রাষ্ট্রপক্ষ যে দুইজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছেন তাদের প্রদত্ত সাক্ষ্য আসামি এহসান উল্লাহ এর বিরুদ্ধে অভিযোগ দরখাস্তে আনীত অভিযোগের এর সাথে সামঞ্জস্যতা থাকায় আসামি এহসান উল্লাহকে পেনাল কোড, ১৮৬০ এর ১৯৩ ধারায় সাজা প্রদান করা যেতে পারে বলে আদালত মনে করেন।