সিবিএন:
কক্সবাজার সিটি কলেজের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর অধ্যক্ষের কার্যালয়ে সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের ৬ দফা ও কলেজের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সভায় শিক্ষার্থীদের ৬ দফাকে মেনে নিয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১। উচ্চ মাধ্যমিকের বেতন ৭০০/- থেকে কমিয়ে ৫২৫/-, ডিগ্রি (পাস) ৬০০/- থেকে ৫২৫ এবং অনার্স ৭৫০/- থেকে কমিয়ে ৬২৫/- টাকা নির্ধারণ করা হয়েছে যা ২০২৪-২০২৫ সেশন থেকে কার্যকর হবে।
২। একাডেমিক সকল সনদ প্রদানে কোনো অর্থ নেওয়া হবে না। পাশাপাশি ফরম পূরণের ফি যৌক্তিকভাবে কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৩। কলেজকে জাতীয়করণে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৪। শিক্ষা মন্ত্রণায়ের ঘোষণা সাপেক্ষে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে। পাশাপাশি কলেজে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৫। তথ্য সেবা কেন্দ্র চালু করা হবে।
৬। কর্মচারী ও বহিরাগত কর্তৃক শিক্ষার্থীদের হয়রানি রোধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ও শাস্তি বাস্তবায়ন করা হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত আইডি কার্ড প্রদান করা হবে।
অধ্যক্ষ ক্য থিং এর সঞ্চালনায় উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল মাবুদ ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আরিফুল ইসলাম। সভায় বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করা হয় ।
এছাড়াও কলেজের শিক্ষকদের পদোন্নতি, বেতন-ভাতা প্রদান, কলেজের জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।