এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার ঘোষিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শোভাযাত্রা করেছে । শুক্রবার (৪ অক্টোবর) বাদে জুমা মাঝের ফাঁড়ি ব্রিজ সংলগ্ন ৯নং ওয়ার্ড থেকে শুরু করে । ৮-৭ ও ৬ নং ওয়ার্ড প্রদক্ষিণ পরবর্তী নদী পার হয়ে মানিকপুর পুরাতন বাজার,ঘুরে ১নং ওয়ার্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আব্দুল গনি, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, একরামুল হক,৯নং ওয়ার্ড সভাপতি ইসমাইল, ৮ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আনোয়ার, ৬নং ওয়ার্ড সভাপতি মাস্টার কফিল উদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি মো. নুরু,৫নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ একরাম ,৭নং ওয়ার্ড সভাপতি মো. মানিকসহ বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামী ১৮ই অক্টোবর ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে গণসমাবেশে রুপান্তর হবে। সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের সর্বাত্মকভাবে দাওয়াতি কাজ করতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জুলুমতন্ত্রের বদলা নেয়া হবে।