সিবিএন ডেস্ক:
নারায়ণগঞ্জ, ১ অক্টোবর: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজমিস্ত্রি রাকিব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান এবং সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে আদালতে মামলাটির আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আব্দুর রহমান জানান, গত ৫ আগস্ট চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজমিস্ত্রি রাকিব কাজের উদ্দেশ্যে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্ত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে মৃত ঘোষণা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।