আনোয়ার হোছাইন, ঈদগাঁও;

পুকুরে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল কলেজ শিক্ষার্থী আয়াস উদ্দিন জাদরান (১৯) নামের এক কিশোরের।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রবিবার ( ২৯ সেপ্টেম্বর) মাগরিবের সময় ঈদগাঁও বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ পুকুরে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মত বিকালে ফুটবল খেলা শেষে মাগরিবের সময় আয়াস উদ্দিন জাদরান ও তার দুই সহপাঠী বায়তুশ শরফ মসজিদের পুকুরে গোসল করতে নামে। পুকুরে ডুব দেওয়ার পর দুইজন অপর দুই সহপাঠী ভেসে উঠলেও আয়াস ভেসে উঠেনি। তাকে না দেখে অপর সহপাঠী ও মসজিদের ঘাটে বসা লোকজন ৫-৭ মিনিট খোঁজাখুঁজির পর তার নিথর দেহ আপনা-আপনি ভেসে উঠতে দেখে সহপাঠী অপরাপররা। এ দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে পড়ে।নিহত আয়াস উদ্দিন জাদরান ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার স্থায়ী বাসিন্দা হলেও জাগিরপাড়ার মক্কা কলোনিতে স্বপরিবারে ভাড়া বাসায় থাকত বলে জানা গেছে। সে ইদগাহ রশিদ আহমদ কলেজের এইচএসসির শিক্ষার্থী বলে জানা গেছে।

তরতাজা এ কিশোর শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।