পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আরিফ (৪৭) নিখোঁজের ২০ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি।
গতকাল রাত ৯টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে নিখোঁজ হন বলে তাঁর ভাই মোহাম্মদ রিয়াদ জানান।
নিখোঁজ ব্যক্তি পেকুয়া সদর আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা মৃত বজলুল করিমের ছেলে চৌমুহনীস্থ সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক।
এ ঘটনায় নিখোঁজ আরিফের পরিবারের পক্ষ থেকে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে।
নিখোঁজ আরিফের ভাই মো. রিয়াদ জানান, গতকাল রাত ৯টার দিকে তাঁর বড় ভাই চৌমুহনীতে অবস্থান করেছিল বলে বিভিন্নজন তাদেরকে জানান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে এবং মুঠোফোন বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি।
পরিবারের সবাই উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে জানিয়ে তিনি তার ভাইকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তাফা জানান, আরিফ নামে একজনকে পাওয়া যাচ্ছে মর্মে উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। তাকে উদ্ধারে আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।