নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি;

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ মিছিল সম্প্রতি ভারতীয় পুরোহিত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহেশখালীতে মুসলিম জনতা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় দক্ষিণ পুটিবিলা দাসিমাঝিপাড়া সমাজ সংস্কার আন্দোলন কমিটির আয়োজনে দক্ষিণ পুটিবিলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোরকঘাটা বাজার চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এ সময় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জজ কোটের সিনিয়র আইনজীবী এড. আবছার কামাল, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিল কাজী মোতাহের হোসেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, আব্দুল মান্নান, সাংবাদিক ফারুক ইকবাল, আবু ছিদ্দিক, নুরুল হোসেন, শাকের উল্লাহ খোকন, সোহরাব ইসলাম’সহ এতে অংশ নেন সর্বস্তরের মুসল্লিরা।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহেদের সঞ্চালনায় সমাবেশে ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’ সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা বলেন,ভারত প্রতিবারের ন্যায় এই সময়ে ইসলাম এবং রাসুল (সা.) কে কটূক্তি করে। আমরা শান্তিকামী মুসলিমরা এর বিচারের দাবি জানাই, তারা ভুলে গিয়েছে আমাদের ইতিহাস, রাসুল(সা.) সম্মান রক্ষার্থে প্রয়োজন হলে আরেকটি যুদ্ধ করব। এর সুষ্ঠু বিচার না হলে ভারত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।