মো. ওসমান গনি ইলি,কক্সবাজার:

যৌথ বাহিনীর হাতে আটক হওয়া আসামি পিএমখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুলাহকে কক্সবাজার মডেল থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। ২৩ সোমবার বিকাল তিনটার সময়ে আসামিকে থানার হেফাজতে আনা হলে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পুলিশের ভ্যান থেকে আসামি লামানোর সময়ে পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। কিছুক্ষণ পরে ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আমিন নোমান বলেন, পিএমখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুলকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে থানায় সোপর্দ করলে আসামিকে ছিনিয়ে নিতে হামলা করেন। এসময় পুলিশ লাঠি চার্জ করে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেন জানান। কক্সবাজার মডেল থানার ওসি আরো বলেন ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।