সিবিএন ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে নিখোঁজের তিনদিন পর আইরিন আক্তার তিথী (২১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিথী দুধসর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে এবং আহসাননগর দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোনালাপের এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে যান তিথী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার বিকেলে বাড়ির পাশের একটি বাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, তিথীর মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
তবে নিহতের বাবা আশরাফ হোসেন অভিযোগ করেন, “আমার মেয়েকে মেরে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।”
