রামু প্রতিনিধি:
রামুতে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে নাইক্ষ্যংছড়ি সম্প্রীতি ফুটবল একাদশকে ৩ গোলে হারিয়েছে রামু ফুটবল একাদশ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই উপজেলার বাছাইকরা খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ১টি সহ ৩টি গোল করে সম্মানজনক জয় নিশ্চিত করে রামু ফুটবল একাদশ। দলের পক্ষ সামি,পারভেজ এবং কৌশিক বড়ুয়া একটি করে গোল করেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক নবু আলম, শিপন বড়ুয়া সুপন, তরূপ বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, উজ্জল বড়ুয়া, জিটু বড়ুয়া, রিটু বড়ুয়া, বিভাস বড়ুয়া প্রমুখ। খেলায় রেফারি ছিলেন ধীমান বড়ুয়া। সহকারী রেফারি ছিলেন- জাহাঙ্গীর আলম ও কামাল উদ্দিন।
রামুতে প্রীতি ফুটবল ম্যাচে নাইক্ষ্যংছড়িকে হারালো রামু ফুটবল একাদশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।