সিবিএন ডেক্স:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধভাবে ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদ গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারত পালিয়ে যান এবং সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন। তবে, অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়।
ভারতীয় নীতির আওতায়, ভিসা ছাড়া ৪৫ দিনের থাকার অনুমতি দেওয়া হয়েছিল, যা গতকাল শেষ হয়ে গেছে। এর ফলে, ভারতে তার অবস্থান আর বৈধ নয়।
এতে জনমনে উঠেছে নানা প্রশ্ন, বিশেষ করে কীভাবে তিনি ভারতে অবস্থান করবেন। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শেখ হাসিনাকে দালাই লামার মতো উদ্বাস্তু হিসেবে আশ্রয় দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে আছেন এবং তাকে অভিজাত পার্কে ঘুরতেও দেখা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।