সিবিএন ডেস্ক ;
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে দুই খতিবের অনুসারীদের মধ্যে মারামারি ঘটেছে, যার ফলে পরিস্থিতি থমথমে হয়ে উঠেছিল। মুসল্লিরা নামাজ আদায় করতে বাধ্য হন এই উত্তেজনার মধ্যেই।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন ফিরে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজ শুরু হওয়ার সময় বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন।
এ সময়, আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন, যার ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষে মসজিদের দরজা-জানালার কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।