সিবিএন ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ আগামীকাল নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভাষণ দেবেন। লেবাননজুড়ে পেজার বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই ভাষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এই ভাষণ থেকে দলের সদস্যদের জন্য নতুন কোনো দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি লেবাননে পেজার হামলায় ৯ জন নিহত ও ৩০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।