প্রেস বিজ্ঞপ্তি;

দেশের খ্যাতিমান কবি ও সাংবাদিক, নজরুল ইনস্টিটিউট এর ভূতপূর্ব নির্বাহী পরিচালক আব্দুল হাই শিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, রামুর আদর্শ কলম সৈনিকদের সংগঠন রামু লেখক ফোরাম নেতৃবৃন্দ। তিনি গত ৭ সেপ্টেম্বর (শনিবার) নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার কর্তৃক কক্সবাজার পাবলিক হলে আয়োজিত জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন। সে প্রাণবন্ত অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রামু লেখক ফোরামের সভাপতি, পুষ্পকলি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক, মজলুম সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান, সাহিত্যকলি সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, নবীন লিখিয়ে প্রকৌশলী কাউছার আলম ইমু প্রমুখ।

এ সময় হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের প্রথম কাব্যগ্রন্থ “বিশ্বাসের পঙ্‌ক্তিমালা”, স্বরচিত পুস্তিকা “ইমান দীপ্ত কাফেলা ইসলামি ছাত্রসমাজ”, রামু লেখক ফোরামের সাহিত্য সাময়িকী পুষ্পকলি, অলিউল্লাহ আরজু সম্পাদিত সাহিত্য কলির নতুন সংখ্যা প্রিয় কবির হাতে অর্পণ করা হয়। এগুলো তিনি খুবই উদ্দীপনার সাথে গ্রহণ করেন এবং কক্সবাজারের প্রাচীন উপশহর রামু থেকে এতগুলো সাহিত্য প্রকাশনা হচ্ছে জেনে আনন্দানুভূতি প্রকাশ করেন। তিনি কাব্যগ্রন্থ “বিশ্বাসের পঙ্‌ক্তিমালা” হাতে নিয়েই বলে উঠেন “মাশাআল্লাহ আমাদের তরুণেরা তো ভালোই জেগে উঠেছে!” এভাবে তিনি তরুণ লেখকদের সুন্দর আগামীর জন্য শানিত কলম হাতে সত্যনিষ্ঠ লিখনি চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

সংগ্রামী চেতনাদীপ্ত, দেশপ্রেমিক এ কবির সাথে সৌজন্য সাক্ষা উত্তর অনুভূতি প্রকাশে তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, কবি আব্দুল হাই শিকদার আমাদের দেখা একজন সাহসী কলমযোদ্ধা। যাঁর কবিতার প্রতিটি শব্দ আমাদের বিপ্লব স্পন্দিত করে। যাঁর লিখনির প্রতিটি বাক্য সংগ্রামী চেতনায় উজ্জীবিত করে। যিনি শানিত কলমে অবিরত-অবিরাম আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করে চলেছেন। যিনি নির্ভীকচিত্তে স্বৈরচারী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের প্রেরণা জাগিয়ে এসেছেন। সংগ্রামী চেতনার এ কবির সান্নিধ্য সৌরভে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগে আমরা অনুপ্রাণিত। বরাবরের মতোই এবারও জাতীয় পরিমণ্ডলের খ্যাতিমান এ সাংবাদিক ও কবির সাহিত্য পূর্ণ, তাত্ত্বিক আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎকালে আমাদের প্রতি হৃদ্যতা ও অনুপ্রেরণায় আমরা অভিভূত, আন্দোলিত।