নিজস্ব প্রতিবেদক:
বন্যাদূর্গতের পূনর্বাসনের জন্য কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জেলার বিভিন্ন ইউনিয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর রাজিদুল হক, সহকারী রেজিস্ট্রার (এডমিন) জাহাঙ্গীর সেলিম, দোহাজারী টেকনিকেল কলেজ এর প্রভাষক মুজিবুর রহমান।
এ সময় প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বাবুল, মেম্বার মো আলী, ছাত্র প্রতিনিধি ইনজামামুল হক,  রিদওয়ান আজীজ, স্থানীয় শাহাবুদ্দিন ও এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বৃহস্পতিবার অন্তবর্তীকালীন  সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর ত্রাণ কল্যাণ ও তহবিলে সোনালি ব্যাংক কক্সবাজার শাখার মাধ্যমে আর্থিক অনুদান জমা দেয়া হয়।