অনলাইন ডেস্ক
কলকাতার চেতলার সিআইটি হাউজিং স্কিমে থাকেন চন্দন মণ্ডল ভুট্টো এবং রূপচাঁদ পাইক, দুই বন্ধু। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুট্টোর বাসায় মদ পানের একটি পার্টি হয়। ভুট্টো তার বন্ধু রূপচাঁদকে আমন্ত্রণ করেন। কিন্তু মদের আসর এক সময়ে ভয়াবহ ঘটনায় রূপ নেয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মদপানের সময় রূপচাঁদ ভুট্টোর স্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। এতে রাগান্বিত হয়ে ভুট্টো প্রতিশোধ নিতে বন্ধুকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর পুলিশ ভুট্টোকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা রূপচাঁদকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী এবং চেতলা পুলিশের সূত্রে জানা যায়, দুজনেই আরজি কর হাসপাতালের ঘটনাসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। উভয়েরই জজ কোর্ট রোডে দোকান রয়েছে এবং কাজ শেষে তারা আড্ডা দিচ্ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।