মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কের একটি অংশ মাতামুহুরী নদীতে বিলিন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে নদীর পানি
বেড়ে গেলে স্রোতের টানে সড়কটির অংশ বিশেষ বিলীন হয়ে যায়। এতে সড়ক দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানেও এ সড়ক ভাঙ্গন অব্যাহত থাকায় নদী পাড়ের
বসতিগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছেন। নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নদীপাড়ের মানুষেরা।
সূত্র জানায়, কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আসছে। সাম্প্রতিক সময়ের একটানা ১০-১২ দিনের প্রবল বর্ষণে উজান থেকে
নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে ¯্রােতের টানে সড়কের রুহুল আমিনের বাড়ি সংলগ্ন স্থানে ভাঙ্গন দেখা
দেয়। কয়েকদিনে সড়কের ১০০-১২০ ফুটের অংশ নদীতে ধসে পড়ে। নদী পাড়ের বাসিন্দা নাজমুল হোসেন নিপুল, জাহাঙ্গীর ও সুমন জানায়, সড়কের
একাংশ নদী গর্ভে বিলিন হওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানেও এ সড়ক ভাঙ্গন অব্যাহত আছে।
নদীতে সড়ক ধসে পড়ে যান চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মমতাজ উদ্দিন জানান, এখনই ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া না হলে চলতি বর্ষা মৌসুমেই সড়কসহ পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনাও করেন তিনি।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং বলেন, ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কের একটি অংশ।
সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াসও দিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।