ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল, সদরের ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ৯০ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজার দ্রুত বিচার আদালতে ভারুয়াখালী ২ নং ওয়ার্ডের সওদাগর পাড়ার বাসিন্দা মৃত ফজর আহম্মদের ছেলে মোহাম্মদ জসিম উদ্দীন মামলা ২টি দায়ের করেন।
তার একটি দ্রুত বিচার মামলা নং-৮০/২৪। এতে সাইমুম সরওয়ার কমল, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছেন আরও ২০ জন।
২০১৮ সালের ২৫ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদরের ভারুয়াখালী বাজারে বিএনপির প্রার্থী লুৎফুর রহমানের কাজলের ধানের শীষ প্রতীকের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনেন বাদি।
একই বাদী বিএনপি’র নেতাকর্মীদের আক্রমণ, বাসা বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগে দ্রুত বিচার আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮১/২৪।
এই মামলায় সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ মোট আসামি ৪২ জন। অজ্ঞাতনামা রয়েছে ২০ জন।
বাদির আবেদন দুইটি এফআইআর হিসেবে গ্রহণ করতে সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।