আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারী হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৩৩)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক কারবারী টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের ডেইলপাড়া এলাকায় জনৈক সালামত উল্লাহর দুই তলা বিশিষ্ট ভাড়া বাড়ীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের ইউনিটের ভাড়াটিয়া আবু তাহের এর বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের মাদক বিরোধী অভিযানের বিষয়টি বুঝতে পেরে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে আবু তাহের নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশসহ সে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে আটককৃত মাদক কারবারী স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও বসত ঘর তল্লাশী করা হয়। এ সময় ধৃত আবু তাহের এর বাসার শয়নকক্ষের বক্স খাটের নিচ থেকে ১টি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে সর্বমোট ২২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী জানায় যে, সে ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে মাদক বিক্রয় করতো।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকায় আবু তাহেরের বসত বাড়িতে র্যাব অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ তার স্ত্রী অপি আক্তার প্রকাশ হেপি আক্তার আটক করা হয়। এ ঘটনায় স্বামী আবু তাকের প্রকাশ তাহের এর বিরূদ্ধে থানায় টেকনাফ র্যাব-১৫ সিপিসি-১ এর পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার মন্ডল বাদী হয়ে(যার মামলা নং-০৯/৭৭৬,তাং-০৫/১১/২৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহারুল গত ২৫ জানুয়ারী চুড়ান্ত প্রতিবেদনে মামলাটি তদন্তকালে আবু তাহেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও পর্যাপ্ত সাক্ষী প্রমাণ না পাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যহতি প্রদান করেন। বর্তমানে আবু তাহেরের নেতৃত্বে টেকনাফ পৌরসভা কেন্দ্রিক মাদকের একটি বড় সিন্ডিকেট রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।