শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :

কক্সবাজারে আন্দোলনে গিয়ে রাতে ফেরার পথে মগনামা-কুতুবদিয়া নৌপথে চলাচল বন্ধ থাকায় সেখানে আটকে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থী। তারপরে ইউএনওর সহযোগীতায় নিরাপদে কুতুবদিয়ায় পৌঁছেছেন তারা।

রবিবার রাত সাড়ে ১০টায় ঘাটে নৌযান চলাচলের সময় অতিক্রম করায় মাগনামা-ঘাটে আটকে পড়েন ।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়ার নুরুল আবছার নামে এক শিক্ষার্থী জানান, রোববার রাত সাড়ে ১০ টায় ঘাটে নৌযান চলাচল না থাকায় আমাদের এক বড়ভাই ইউএনও স্যারকে ফোন দেন। তারপর ইউএনও স্যারের সহযোগীতায় আমরা সবাই নিরাপদে কুতুবদিয়ায় পৌঁছেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান,প্রায় ৪০ জন শিক্ষার্থীর একটিদল কক্সবাজার থেকে আন্দোলন শেষে রাতে কুতুবদিয়া ফেরার পথে নৌযান চলাচলের সময় অতিক্রম করায় মগনামা ঘাটে আটকে যায়। এরপর ফোন পেয়ে তাৎক্ষণিক ইজারাদারের সাথে কথা বলে স্বাভাবিক ভাড়ায় ও নিরাপদে পৌঁছে দেওয়া হয় শিক্ষার্থীদের এমনটি জানান তিনি।