শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :
কুতুবদিয়া-মগনামা নৌপথে অনিয়ম, হয়রানি, দুর্নীতি, নৈরাজ্য ও লুটপাট বন্ধসহ ৬ দফা দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুতুবদিয়ার ছাত্র-জনতা।এতে,বিক্ষোভের মুখে অস্থায়ী ভাবে ভাড়া কমিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার ঘুনগাছ তলায় কুতুবদিয়ার কয়েকশত শত ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। এ সময় ওই এলাকায় ঘণ্টা দেড়েক যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে, আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ এর সাথে বৈঠকের অংশ নেন ছাত্র প্রতিনিধিরা। চার ঘণ্টা বৈঠকের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অস্থায়ী ভাবে ডেনিস বোট ভাড়া ৩০ টাকা, স্পিড বোট ভাড়া ৮০ টাকা। এছাড়া, সকাল ৬.৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত বোট চলবে এবং প্রতি ৩০ মিনিট পর পর।
ছাত্রদের আন্দোলন সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ বিন কাশেম,ভাইস চেয়ারম্যান আকবর খান। ছাত্রদের মধ্যে জিল্লু,নেছার,ফোরকান,নওশাদ,পারভেজ, রায়হান, তাহমিদ,আসিফ,মিজান, বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার ৭ কার্যদিবসের মধ্যে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত হয় । সেখানে কুতুবদিয়া ও পেকুয়া ইউএনও এবং ৫জন ছাত্র প্রতিনিধি এবং ইজারাদারদের মিলে একটি কমিটি গঠনসহ মাঠপর্যায়ে মোট খরচ কত টাকা এর উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হবে। পরবর্তীতে উক্ত ভাড়া চলমান থাকবে বলে জানা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।