নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬জলকপাট একফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ১৮হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯আগষ্ট) দুপুরে এমন তথ্য জানান, কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, বাঁধ দিয়ে পানি ছাড়া এখনো অব্যাহত রাখা হয়েছে। যেহেতু হ্রদে এখন পর্যন্ত যতেষ্ট পানি আছে এবং নিম্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোন ক্ষতি হবে না। প্রতি বছরের ন্যায় এইবারও ছাড়া হচ্ছে বলে জানান তিনি।

হ্রদে বর্তমানে ১০৮ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হয়।

গত ২৪আগষ্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলো। ওইদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫আগষ্ট সকাল ৮টা ১০মিনিট থেকে পানি ছাড়া হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার লংগদু উপজেলার নিম্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে বলে জানা গেছে।