নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) উপজেলার প্রত্যন্ত গরিব ও দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ চাকঢালা বিওপির কমান্ডার চাকঢালা বিওপির তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা উচ্চ বিদ্যালয় মাঠে, এলাকার গরিব ও দুস্থ অসহায় পরিবারের মাঝে ১৫০ প্যাকেট ত্রান সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল,- চাউল, আলু, সয়াবিন তৈল, মসুরের ডাল। দক্ষিণ চাকঢালার বাসিন্দা সালেহা বেগম বলেন, আজকের এমন দিনে বিজিবির থেকে চাল,ডাল তৈল পেয়ে আমি খুবই আনন্দিত। সাথে বিজিবিকে ধন্যবাদও জানাচ্ছি।
এলাকার অসহায় মানুষ জন বিজিবির এই ত্রান সামগ্রী পেয়ে সহায় সম্বলিহীন অনেক মানুষের মাঝে খুশির সঞ্চার হয়েছে। এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রাণ সামগ্রী পাওয়া ব্যক্তিরা।