আনোয়ার হোছাইন, ঈদগাঁও;
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেছেন উপজেলা শিবিরের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১৩ আগস্ট) বাদে মাগরিব বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি হাফেজ শাহেদ মোস্তফার নেতৃত্বে অভ্যুত্থান পরবর্তী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উপাসনালয় হরিপুর কালি মন্দির এবং জলদাস পাড়া মন্দির পরিদর্শন করেন।
এসময় মন্দিরের পুরোহিত তাদের স্বাগত জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঈদগাঁও রশিদ আহমদ কলেজ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি হাফেজ সাদমান সাকিব নিশাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ নাশকতার হাত থেকে মন্দির ও অন্যান্য উপাসনালয় রক্ষায় সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।