সরওয়ার কামাল, মহেশখালী;
বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত নৌ-সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। সে ধারাবাহিকতায় ১০ই আগস্ট বিকালে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি টিম ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করেন। টহলকালে জানাজায় আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনীর দলটি ঘটনাস্থলে পৌঁছায়। এসময় বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের পুত্র সন্ত্রাসী রায়হান কে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসী কে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।