প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য আওয়ামীলীগ উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১০ আগস্ট প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে, কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরাজিত শক্তি আওয়ামীলীগ সাস্প্রদায়িক উসকানি দিচ্ছে। কোন সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর না হওয়া স্বত্বেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে একটি সম্প্রদায়কে বিক্ষোভ মিছিলের নামে মাঠে নামিয়েছে। এটা কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার অপপ্রয়াস মাত্র।
কোন সম্প্রদায়ের উপর যাতে বিন্দু পরিমাণ আঘাত হানতে না পারে তা প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে থেকে বিএনপি ও সকল রাজনৈতিক সংগঠন পাহারা দিয়ে আসছে। এতে সুযোগ সন্ধানী পরাজিত শক্তি আওয়ামীলীগ নিজেদের পতনের প্রতিশোধ নেয়ার জন্য তাঁদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টায় পা না দেওয়ার এবং কেউ বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
আমরা পরিস্কারভাবে বলতে চাই, আওয়ামীলীগের এই চক্রান্ত মোকাবেলায় বিএনপি ও সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে আছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।