মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি:
প্রধান বিচাপতি ওবায়ুদুল হাসানের পদত্যাগের দাবিতে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (১০আগষ্ট) দুপুরে রাঙামাটি আদালত ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশে আমাদের অবস্থান কর্মসূচি পালন করা হবে। আমরা রাজপথ থেকে সরবো না।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোবাইয়াত হাসান, আব্দুল আহাদ, তারভির রাহা, আবরার আলভিসহ আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা।
এদিকে গত তিনদিন ধরে রাঙামাটিতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সড়কে যানবাহন চলাচল করছে। দূর পাল্লার যানগুলো যথা সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। হাটবাজার, দোকানপাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র বৈষম্য আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ¦লন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।