মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি:
রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহার, গীর্জা রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। গত তিনদিন ধরে সংগঠনটির নেতা-কর্মীরা সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহাড়া দিচ্ছেন।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ এবং যেকোন দুর্ঘটনায় জরুরী প্রয়োজনে তাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করতে মোবাইল নাম্বার প্রদান করছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে আমরা ঘরে বসে না থেকে জনমানুষের পাশে দাঁড়িয়েছি। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ না করা পর্যন্ত আমরা মাঠে রয়েছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।