নিজস্ব প্রতিবেদক;
শহরের বৌদ্ধ মন্দির এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ অপটিক্যালের মালিক জসিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এসময় হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। তার কাছ থেকে লুট করা হয় নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা।
গত বুধবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে লুৎফুর রহমান রাসেলের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিসমিল্লাহ অপটিক্যালের মালিক জসিম উদ্দিন দোকানের আমদানি তুলে ইকরা কুলিং কর্ণারের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী জুনু মিস্ত্রির ছেলে লুৎফুর রহমান রাসেল, আবদু ছালামের ছেলে আব্বাস উদ্দিন ইমন ও নুরুল আজিম বহদ্দারের ছেলে সামরান সহ ৮—১০ জন সন্ত্রাসী এসে তার ওপর হামলা চালায়। হামলায় বাঁধা দিলে ব্যবসায়ী জসিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাসেল। এসময় জসিম উদ্দিনের কাছে সংরক্ষিত থাকা আমদানির ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় রাসেল। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ব্যবসায়ী জসিমের ভাই মো. সেলিম জানান, হামলাকারী রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামি। ইয়াবার কালো টাকায় সে কাউকে পরোয়া করে না। সে লোহাগড়া চুনতির সাতঘর পূর্ব পাড়া ৭ নং ওয়ার্ডের আওয়ামি লীগ এর সাধারণ সম্পাদক। যার প্রভাবে তার এমন বেপরোয়া চলাচল। আমি এই কুখ্যাত সন্ত্রাসীর বিচার চাই। তার বিরুদ্ধে শিগগিরই আমরা আইনগত পদক্ষেপ নিব।
এদিকে জসিম উদ্দিনের উপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।