সংবাদ বিজ্ঞপ্তি:

ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য কক্সবাজার বাসীর প্রতি আহ্বান জানাই।

রোববার (৪ আগস্ট) বিকেল শহীদ দৌলত ময়দানে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা আ.লীগ আয়োজিত শান্তি সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন ছাত্রদের সকল দাবী মানা হয়েছে। সরকার পতনের নামে বিএনপি-জামায়াত দেশে হত্যা ,ধ্বংস ও নৈরাজ্য চালাচ্ছে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। বিএনপি, জামায়াত-শিবির জঙ্গিরা হাসাপাতালে আগুন দিয়ে, থানায় হামলা করে নীরিহ মানুষ, পুলিশ কে হত্যা করছে। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করছে। আমরা সংঘাত চাই না। শান্তি চাই। সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে।

কক্সবাজার জেলা আ.লীগ নেতৃবৃন্দ আরো বলেন জামায়াত-শিবির,বিএনপি-ছাত্রদলের সন্ত্রাসীদের আমরা মোকাবিলা করব। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন, দেশবিরোধী জামায়াত–শিবিরকে নির্মূল করতে হবে। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই আস্ফালন সহ্য করব না। গণতন্ত্র সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, সাংসদ আশেক উল্লাহ রফিক,পৌর মেয়র মাহবুবুর রহমান, পৌর আ.লীগের সাধারন সম্পাদক উজ্জল কর, সদর উপজেলা আ.লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, সাধারন সম্পাদক এড.সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, কৃষকলীগের সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, তাতী লীগের সভাপতি আরিফুল মওলা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা স্বেচ্ছা সেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক(সাবেক)এড. একরামুল হুদা, পৌর যুব লীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারন সম্পাদক শাহেদ এমরান, প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মারুফ আদনান প্রমুখ।

শান্তি সমাবেশে জেলা,পৌর, সদার উপজেলা আ.লীগ, ওয়ার্ড,ইউনিয়ন আ.লীগ জেলা কৃষকলীগ যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাতী লীগ, মৎস্যজীবি লীগ, মহিলা আ.লীগ. মহিলা যুবলীগ সহ সহযোগী ওভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা শহর, সদর, হু্ইপ সাংসদ, পৌর মেয়র,জনপ্রতিধি সহ সহ বিভিন্ন এলাকা খেকে মিছিল সহকারে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান সমবেত হয়।

সমাবেশ শেষে একটি বিশাল শান্তি মিছিল শহীদ দৌলত ময়দান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শান্তি মিছিল সমাপ্তিতে শান্তির শহর কক্সবাজারে নৈরাজ্য সৃষ্টি করলে রাজপথে তাদের কঠিন জবাব দেবার শপথ গ্রহন করা হয়। সাধারন শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে আহবান করা হয়। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াত ইসলাম, ছাত্র শিবির, বিএনপি ছাত্রদল শহরে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। অভিভাবকদের তদের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহবান জানান।